প্রকাশিত সময় : নভেম্বর, ২৭, ২০২১, ০৫:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1011 জনআমি দেখেছি
সুলেখা আক্তার শান্তা
আমি দেখেছি জীবন চলার পথে নিরবধি অভাব স্বরুপে।
সেখানে নিজের আপন সত্তা ছাড়া ছিল না কেহ।
এমন স্বরুপে নিজেই রেখেছি নিজের প্রতি আস্থা।
ক্লান্তি গ্লানিতে চেয়ে রই আকাশ প্রান্তে
অবিরত উপমায় পেয়েছি বেঁচে থাকার প্রবণতা।
ঐ দূর গগনে নেই কোন হিংসা বিদ্বেষ
নেই কোন চাওয়া-পাওয়ার লোভ,সীমাহীন ব্যপ্তিতে।
জীবন দশায় হোঁচট খেয়ে থেমে থাকি নাই সচল জীবনে।
ভেঙেচুরে নিজেকে গড়ে তুলি নিজের দ্বার লক্ষ্যে।
হতাশা যদি গ্রাস করে আমায়
চেয়ে থাকি আকাশের বিশালতার দিকে।
মর্মপীড়ার মুক্তি উদ্ভাসিত সীমাহীন বিশালতায়
বিলাতে চাই অকুণ্ঠ ঔদার্য অফুরন্ত সীমাহীন।
দুঃখটাকে সমাপ্তি করি এখানেই।
এত বড় আকাশ তার নেই কোন চাওয়া-পাওয়া।
তবু আছে আপন মনিকোঠায় নীরবে-নিভৃতে।
আমি দেখেছি নিঃস্বতার রুপ স্বরুপে বহুবার।
Facebook Comments