প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২০, ০৭:৩৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 727 জনতরিকুল ইসলাম (হিলি দিনাজপুর) প্রতিনিধি:
গোদরোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধে সামাজিক সচেতনতার মাধ্যমে জনসম্পৃক্ততা তৈরি লক্ষে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচী সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর ও ল্রেপা বাংলাদেশের আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদের সভাপতিত্বে সচেতনতা মূলক সভায় গোদরোগ সম্পকে সামাজিক নেতৃবৃন্দ ও নীতি নিধারকগনকে ব্যবস্থাপনা সম্পকে ধারনা প্রদান, সামাজিক সচতনতা, আর্থ সামাজিক উন্নয়নের জন্য পুর্নূবাসনের সহায়তা, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দুরীকরনে প্রয়োজনীয় ব্যবস্থার উপর বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,অবসরপাপ্ত মেজর ডা: লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকেই।
Facebook Comments