শিরোনাম
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : জুলাই, ১৩, ২০২০, ০৮:৩৪ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 512 জন
 

সাভার – সংগঠনের নীতি আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা শাখার আহবায়ক রাকিবুল হাসান সোহাগ বহিস্কার, সদস্যপদ বাতিল- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভা ১১ জুলাই ২০২০ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয়য় সভাপতি মোশরেফা মিশু। আলোচনায় অংশগ্রহণ করেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, আমেনা আক্তার আশা, মোমিনুর রহমান মমিন, দুলাল হোসেন, শফিউল্লাহ গাজী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সংগঠনের নীতি আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়া থানা শাখার আহবায়ক রাকিবুল হাসান সোহাগকে বহিস্কার ও তার সদস্যপদ বাতিল করা হয়। সোহাগের বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয় তাকে আশুলিয়া থানা শাখার আহবায়কের দায়িত্ব দিলেও তিনি শুরু থেকেই আহবায়ক পরিচয় না দিয়ে আশুলিয়া থানার সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। যা সুস্পষ্টভাবেই সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী। সোহাগ আশুলিয়া থানার আহবায়কের দায়িত্ব পাওযার পর থেকেই তার বিরুদ্ধে সংগঠনের নীতি আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ কেন্দ্রীয় কমিটিতে আসতে শুরু করে। গত রমজান মাস থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো আরো স্পষ্ট হতে থাকে। ঐ সময়ে সোহাগ আশুলিয়া এলাকার কয়েকটি গার্মেন্টের বঞ্চিত শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। এ ছাড়াও গত রমজান মাসে সরকারী আড়াই হাজার টাকা পাইয়ে দেয়ার নাম করে, আশুলিয়া এলাকার গার্মেন্ট শ্রমিকসহ কয়েক হাজার শ্রমজীবী মানুষের ব্যাংক একাউন্ট করিয়ে দিয়ে, তাদের প্রতিজনের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং এই কাজে সে সংগঠনের আশুলিয়া থানা শাখার অফিসকে অত্যন্ত অন্যায়ভাবে ব্যবহার করেছেন। যা সংগঠনের সম্পূর্ণ সাংগঠনিক শৃঙ্খলা ও নীতি আদর্শ বিরোধী। এ ছাড়াও ইদানীং তাকে দেখা যাচ্ছে সংগঠনের অনেক ত্যাগী সিনিয়র নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। যা সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে। সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী তার কর্মকা- নিয়ে ইতিমধ্যে বেশ কিছু অনলাইন পত্রিকা সংবাদ পরিবেশন করেছে। যা সংগঠনের সুনাম ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় কেন্দ্রীয় কমিটি মনে করে সোহাগ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের মত আদর্শিক সংগঠনের নেতৃত্ব দেয়া এবং এর সদস্য থাকার সকল যোগ্যতা হারিয়েছে। তাই ১১ জুলাই ২০২০ অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় তাকে সংগঠন থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সাথে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা কমিটিও বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার অপর এক সিদ্ধান্তে শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top