শিরোনাম
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : আগস্ট, ৩০, ২০২০, ০৯:১০ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 434 জন
 

স্টাফ রিপোর্টার: ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে ২৮ আগস্ট ২০২০ ‘বঙ্গবন্ধুর জীবন ও শতবর্ষে বঙ্গবন্ধু: বাংলাদেশের শিক্ষা ভাবনা’ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন । মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা বিষয়ে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য প্রফেসর আলী আক্কাস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক ড. সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) মো. ফরহাদুল ইসলাম ও সচিব প্রফেসর ড. মো. নিজামুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য। স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক এস এম আলী আজম। সভার সঞ্চালক ছিলেন সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. সালাহ উদ্দীন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. সদরুউদ্দিন আহমেদ, কবি নজরুল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সিরাজুল রাসুল, সরকারি তিতুমীর কলেজের
সহকারী অধ্যাপক রাকিবুল হক মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করে আবৃত্তি করেন সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের প্রধান প্রফেসর নাসিমা আক্তার চৌধুরী এবং সংগীত পরিবেশন করেন ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফসানা সরওয়ার। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবস্থাপনা বিশারদ, শিক্ষক ও গবেষকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. হিমব্রত দাস, ড. কুহেলি বিশ্বাস, ড. সান্তনু গের, ড. ভাস্বতী দে, ওসমান গনি, মীনাক্ষী চক্রবর্তী, আপরী দত্ত ও সনহিতা রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড.
ফেরদৌসী বেগম, সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর সাইফুল হক, প্রফেসর মো. ময়েজ উদ্দিন, প্রফেসর ড. সৈয়দা শাহনাজ বেগম ও এম এম আতিকুজ্জামান, সরকারি বাংলা কলেজের প্রফেসর আনম শাহাদাত হোসেন ও এস এম মাহাবুবুল ইসলাম, ইডেন মহিলা কলেজের প্রফেসর সুফিয়া আক্তার, প্রফেসর অঞ্জলি বড়–য়া, দেবাশীষ সাহা ও মো. নুরুল হক, সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, ক্রাউন কলেজের অধ্যক্ষ আব্দুলাহ আল মামুন, ঢাকা সিটি কলেজের প্রফেসর মো. আতাউর রহমান, ব্রাহ্মণবাড়িযা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খোন্দকার মিজানুর রহমান ও মো. খালেদ খান, ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, সরকারি আজম খান কমার্স কলেজ সহকারী অধ্যাপক এম এম নুরুল কবির
প্রমুখ। আলোচনা সভায় ব্যবস্থাপনা বিশারদ, শিক্ষক ও গবেষকগণ শিক্ষা পরিকল্পনা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুকে একজন দূরদর্শী জাতীয় নেতা হিসেবে তার ইতিবাচক কার্যক্রমকে বিশ্লেষণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোজাম্মেল হক খান বঙ্গবন্ধুর অসামান্য অবদানকে স্মরণ করে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার অসংখ্য উদাহরণ তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুকে কেবল বাংলার বন্ধুর মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন প্রকৃত বিশ্বনেতা ও বিশ্ববন্ধু হিসেবে আখ্যায়িত করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বঙ্গবন্ধুর মানবিক, সৃষ্টিশীল ও দক্ষ শিক্ষা ব্যবস্থাপনার বিষয়ে আলোকপাত করেন। প্রফেসর আলী আক্কাস, প্রফেসর ড. কামালউদ্দিন আহমদ, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, ফারুক আহমেদ, প্রফেসর ড. নিজামুল করিম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বঙ্গবন্ধুকে একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করেন এবং দেশকে সত্যিকারের সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে বলে মতামত দেন। উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করতে আলোচকবৃন্দ গুরুত্বারোপ করেন। সবশেষে সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহাবুবুল ইসলাম বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top