প্রকাশিত সময় : মে, ১৩, ২০২০, ০৭:০৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 755 জনকরোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জে এক পোশাক শ্রমিক মারা গেছেন। মৃত আনোয়ার হোসেন (৩০) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের হায়দার আলীর পুত্র।
সদর উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা বলেন, গত ক’দিন আগে নারায়নগঞ্জ থেকে ওই পোশাক শ্রমিক এলাকায় আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তার জন্ডিস ও কিডনির সমস্যাও ছিল। গত সোমবার তিনি শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। ডা: নিত্য রঞ্জন পাল তার শরীরে নিউমোনিয়া ও করোনা উপসর্গ দেখে সরকারী বাগবাটি ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু সেটা আর তিনি করেননি। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও তার স্বজনদের ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে। সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, নিহতের নমুনা নিয়ে বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, রাতে ঘটনাটি জেনে উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে পুলিশ।
Facebook Comments